আল্লাহকে নিয়ে আক্বিদার ক্ষেত্রে দ্বন্দের দিকসমূহঃ
(১) আল্লাহ কোথায়?
(২) তিনি আমাদের সাথে আছেন কি না?
(২) তিনি আমাদের সাথে কিরূপে আছেন?
(৩) তাঁর রূপ কেমন? (অঙ্গ-প্রত্যঙ্গ আছে না নাই)
(৪) কুরআন-হাদীসে বর্ণিত আল্লাহর অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক ব্যখ্যা কী। ইত্যাদি…
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আক্বিদার ক্ষেত্রে দ্বন্দের দিকসমূহঃ
(১) তিনি মানুষ না অন্য কিছু?
(২) তিনি আদম (আঃ)এর সন্তান না ব্যক্তিক্রম কিছু?
(৩) তিনি মাটির তৈরী না নূরের?
(৪) আদম (আঃ)-এর সন্তান হয়ে কিভাবে নূর হয়ে জন্ম হল?
(৫) তিনি মৃত্যু বরণ করেছেন না জীবিত?
(৬) তিনি বর্তমান আমাদের দাওয়াত গ্রহণ করতে সক্ষম কি না?
(৭) তাঁর নিকট আবদার পেশ করা হলে তিনি শুনেন না শুনেন না? ইত্যাদি…
আরও কত বিষয়, যা মুসলমানদের মাঝে বড় দ্বন্দ রয়েই গেছে। এ ক্ষেত্রে আমাদের উচিত হবে সকল ক্ষেত্রে আমাদের ঈমান-আক্বীদাহকে সঠিক করা। কুরআন-হাদীস নিয়ে গবেষণা করা। সঠিক আলেমদের নিকট সঠিক জ্ঞান অর্জন করা। ইনশাআল্লাহ ‘কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তরসহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ’ নামক বইটি মুসলিমের আক্বীদা-বিশ্বাস নিখুঁত করতে বড় সহযোগি হবে বলে আশা করি। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন।
বইটি ফ্রি ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ
.
বেশি বেশি কোরআন ও সহীহ হাদীস পড়ুন জ্ঞান কে বৃদ্ধি করুন। নিজে জানুন অপরকে জানানোর ব্যাবস্থা করুন।