কবর যিয়ারত ও কবরবাসীর কাছে সাহায্যের আবেদন
সূচীপত্র
৩ কবর যিয়ারতের শর‘ঈ পদ্ধতি
৪ যে ব্যক্তি কোনো নবী অথবা সৎকর্মপরায়ন ব্যক্তির কবরের কাছে
আসে ও তার কাছে চায় এবং তার দ্বারা উদ্ধার প্রার্থনা করে তার বিধান
৫ জীবিত অথবা মৃতের কাছ থেকে দো‘আ প্রার্থনা
৬ সম্মান ও মর্যাদার দ্বারা ওসীলা করা
৭ যে ব্যক্তি বিপদ অথবা ভীত হয়ে তার পীরের কাছে সাহায্য
প্রার্থনা করে, তার বিধান
৯ কবর স্পর্শ করা ও চুম্বন করা এবং গালের পার্শ্বদেশ কবরের ওপর
লাগানো এর বিধান বর্ণনা
১০ বড় বড় পীরদের নিকট মাথা নোয়ানো ও মাটি চুম্বন করার বিধান
১১ কুতুব, গাউস ও পূণ্যবান ব্যক্তির
বাস্তবতা
১২ খিযির আলাইহিস সালাম সম্পর্কে চূড়ান্ত বক্তব্য
১৩ যুগের সর্বোত্তম ব্যক্তিদের কুতুব ও গাউস নামকরণের বিধান
পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি
[মূল প্রশ্ন]
ইমাম
আহমাদ ইবন তাইমিয়্যাহ রহ.-কে প্রশ্ন করা হয়েছিল: যে ব্যক্তি কবর যিয়ারত করে ও
কবরবাসীর কাছে সাহায্য প্রার্থনা করে কোনো রোগের জন্য অথবা ঘোড়ার আরোগ্যের জন্য
অথবা কোনো বাহনের জন্য, তার মাধ্যমে রোগ দূরীকরনের প্রার্থনা
করে, আর
সে বলে, হে
আমার নেতা; আমি
তোমার আশ্রয়ে আছি, আমি তোমার ছত্র-ছায়ায় আছি, অমুক আমার ওপর যুলুম করেছে, অমুক
আমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করেছে। সে আরও বলে, কবরবাসী
আল্লাহ ও তার মাঝে মাধ্যম হবে। আবার তাদের কেউ কেউ ওলীদের মসজিদ খানকা ও তাদের
জীবিত ও মৃত পীরদের নামে টাকা, উট, ছাগল, ভেড়া, তেল
প্রভৃতি মানত করে। সে বলে, যদি আমার সন্তান সুস্থ হয় তবে আমার
পীরের জন্য এটা, এটা
এবং অনুরুপ কিছু। আবার তাদের কেউ কেউ তার পীরের দ্বারা উদ্ধার প্রার্থনা করে ঐ
অবস্থায় তার অন্তর যেন দৃঢ় থাকে। আবার কেউ কেউ
তার পীরের কাছে আসে এবং কবর স্পর্শ করে এবং তার কবরের মাটিতে চেহারা
ঘর্ষণ করে, হাত
দ্বারা কবরকে মাসেহ করে ও তা দিয়ে তার মুখ মাসেহ করে, অনুরূপ আরো অন্য কিছুও করে থাকে। আবার তাদের কেউ কেউ তার প্রয়োজন পূরণের
ইচ্ছা করে তার পীরের কবরের কাছে গিয়ে বলে,
হে অমুক! আপনার বরকতে (তা হোক) অথবা বলে আমার প্রয়োজনটা
আল্লাহ এবং পীরের বরকতে পূর্ণ হয়েছে। আবার তাদের কেউ কেউ শামা গানের আমল করে এবং
কবরের কাছে যায়, অতঃপর
পীরের সামনে মাথা নত করে ও মাটিতে সাজদায় লুটিয়ে পড়ে। আবার তাদের কেউ কেউ বলে থাকে, সেখানে বাস্তবেই কোনো পূর্ণ গাউছ
কুতুবের অস্তিত্ব আছে। সুতরাং আপনি
আমাদেরকে ফাতওয়া দিন, আল্লাহ
আপনাকে উত্তম প্রতিদান দিন আর এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান।
[জবাবের সূচনা]
শাইখুল
ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. জবাবে বলেন,
সমস্ত
প্রশংসা সৃষ্টিকুলের রবের জন্য, যে দীন নিয়ে আল্লাহ তাঁর রাসূলগণকে
পাঠিয়েছেন এবং তাঁর কিতাবসমূহ অবতীর্ণ করেছেন তা হলো: একমাত্র আল্লাহর ইবাদত করা, যার
কোনো শরীক নেই। আর তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা এবং তাঁর ওপর ভরসা করা। আর তার
কাছে কল্যাণ লাভের জন্য এবং অনিষ্ট দূরীকরণের জন্য দো‘আ করা। যেমনিভাবে আল্লাহ তা‘আলা বলেন,