কুরআন মাজিদে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “ZEKR-জিকর”
নামের অসাধারণ সফটওয়্যার।
বাংলা ভাষায়,আরবী ভাষায় এবং ইংরেজি ভাষায় কুরআন মাজিদে যে কোন শব্দ/Word/كلمة ,বাক্য/Sentence/جملة, খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধারণ সফটওয়্যার।
এই Software টির সবচেয়ে বড় সুবিধা হল এখান থেকে আপনি বাংলা, ইংরেজি ও আরবি সহ প্রায় ৪০টি ভাষায় কুরআন পড়া ও Search করার সুবিধা পাবেন। যেমনঃ কুরআন থেকে আপনি জানতে চান যে নামাজ সম্পর্কে কি কি আয়াত আছে। এর জন্য আপনি নামাজ লিখে সার্চ দিলে নামাজ সম্পর্কিত সকল আয়াত মুহূর্তের মধ্যেই পেয়ে যাবেন।
টিউটোরিয়ালঃ
জিকর Software টি আপনার পিসিতে Install করার পূর্বেই আপনাকে আরও তিনটি কাজ করে নিতে হবে।১. জাভা সফ্টওয়ার Install না থাকলে,Install করে নিতে হবে।২.বাংলা ফন্ট Install করা না থাকলে Install করে নিতে হবে।৩.বাংলায় আনুবাদ কৃত যে কোন অনুুবাদকের একটি কপি ডাউনলোড করে রেডি রাখতে হবে।এই গুলি আপনার পিসিতে না থাকলে, নীচের থেকে ডাউনলোড করে নিন।
২. ZEKR ইন্সটল করতে আপনার জাভা রানটাইম -এর প্রয়োজন হবে। এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন। আপনার পিসিতে পূর্বে থেকেই তা থাকলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
৩. এখানে ক্লিক করে ডাউনলোড করুন জহুরুল হকের করা বাংলা অনুবাদের ফাইলটি (bn.hoque.trans.zip) । অথবা মহিউদ্দীন খান এর তর্জমাটি এখান থেকে ডাউউনলোড করতে পারেন। অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
৪. আপনার পিসিতে "সোলায়মান লিপি" বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর Start menu তে ক্লিক করুন Control panel এ ক্লিক করুন তারপর Font এ ক্লিক করুন, যে পেইজটি আসবে তাতে সোলায়মান লিপি ফন্টটি কপি করে পেষ্ট করুন,নীচের স্ক্রিনশর্ট এর মত।
ZEKR জিকর সফ্টওয়ার ইনস্টল করার পদ্বতিঃ
সফ্টওয়ারটি ডাউনলোড করার পর Zip Fileটির উপর কারসার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিচের মত একটি Window ওপেন হবে ।উপরে Extract Here এ ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে।
১ম ধাপঃ প্রথমে জিপ ফাইলটির উপর কারসর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
২য় ধাপঃ স্ক্রিনসর্টটি দেখুন জিপ ফাইলটি আনজিপ করুন।
৩য় ধাপঃ ZEKR 1.1.0 এই ফোল্ডারে ডাবল ক্লিক করুন।
৪র্থ ধাপঃ নীচের মত Window তে OK বাটনে ক্লিক করুন।
৫ম ধাপঃ Next বাটনে ক্লিক করুন।
৬ষ্ঠ ধাপঃ Next বাটনে ক্লিক করুন।
৭ম ধাপঃ I Agree বাটনে ক্লিক করুন।
৮ম ধাপঃ Install বাটনে ক্লিক করুন।
৯ম ধাপঃ Next বাটনে ক্লিক করুন।
১০তম ধাপঃ Finish বাটনে ক্লিক করুন।
১১তম ধাপঃ দেখুন নীচের পেইজটির মত একটি পেইজ আসবে।ইনস্টল হয়ে গেল।তারপর----
এখন বাংলা তর্জমাটি সেটআপ করতে হবেঃ-
১ম ধাপঃ প্রথমে জিকর পেইজটির উপর Tools বাটনে ক্লিক করুন,তারপর Add বাটনে ক্লিক করুন তারপর Translation--বাটনে ক্লিক করার পর আপনাকে PC তে নিয়ে যাবে
২য় ধাপঃ কম্পিউটারের যে ফোল্ডারে বাংলা তর্জমাটি আছে তাহা সিলেেক্ট করে Open এ ক্লিক করুন। নীচের পেইজটির মত।
৩য় ধাপঃ OK বাটনে ক্লিক করুন।
তর্জমাটি ইনস্টল হয়ে গেল ।
৪র্থ ধাপঃ বাংলা তর্জমাটি ডিফল্ট হিসেবে সেট করুন।প্রথমে View ক্লিক Translation ক্লিক তারপর [bn]মুহিউদ্দিন খান সিলেক্ট করে দিন ।
৫ম ধাপ : বাংলা অনুবাদের ফন্ট ও সাইজ ঠিক করা।
ভ্যালু দুটি যুক্ত করতে প্রথমে নিচে Add (+) ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। সেখানে নিচের চিত্রের মতো করে ‘trans_bn_fontName’ লিখুন। এরপর Ok দিন।
একই ভাবে আরেকটি ভ্যালু যোগ করুন। Add এ ক্লিক করে ‘trans_bn_fontSize’ লিখে Ok দিন।
এরপর trans_bn_fontName এর ডানে ‘Value’ ঘরে ক্লিক করে ‘SolaimanLipi’ লিখুন। আর ‘trans_bn_fontSize’ এর ডানে ‘Value’ ঘরে ’12′ লিখুন। এরপর Apply দিয়ে Ok দিন। বাংলা ফন্টগুলো এখন স্মুথ দেখাবে।
তবে হ্যাঁ, Solaiman Lipi ফন্টটি আপনার সিস্টেমে না থাকলে অন্য কোনো ইউনিকোড ফন্ট নির্দেশ করতে পারেন। আবার যে ফন্ট আছে তা রেখেই শুধু সাইজ বড় করে নিতে পারেন। এ ক্ষেত্রে কেবল দ্বিতীয় ভ্যালুটি Add করলেই হবে।
এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন আপনি।
২. বাঁম পাশে নিচে Search বক্সে Quran সিলেক্ট করে আরবিতে লিখে সার্চ করতে পারেন।
৩. Search বক্সে Translation সিলেক্ট করে বাংলায় লিখে সার্চ করতে পারেন।
ফলাফল ঃ
৪. সার্চ রেজাল্টে আরবি ও অনুবাদে আয়াতের শেষে সূরার নাম ও আয়াত নম্বরের ওপর মাউস ধরলে রেফারেন্সে ব্যবহারের জন্য সূরা ও আয়াতের সংখ্যাদ্বয় দেখতে পাবেন।
৫. আবার তাতে ক্লিক করলে সংশ্লিষ্ট সুরার সংশ্লিষ্ট আয়াতে চলে যাবেন।
এছাড়া আরো বিভিন্ন ভাবে সফটওয়্যারটি থেকে উপকৃত হতে পারবেন। আশা করি এর মাধ্যমে কুরআন সহজে বোঝা, কুরআন নিয়ে গবেষণা করা এবং তার উপর আমল করা সহজ হবে। আল্লাহ তায়ালা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন। আমীন।
No comments:
Post a Comment