Tuesday, April 18, 2017

তাফসীর কি মিথ্যা হতে পারে?

তাফসীর কি মিথ্যা হতে পারে?

আব্দুর রাযযাক বিন ইউসুফ
এ দেশের তাফসীর মাহফিলে যারা তাফসীর করছেন, তাদের শতকরা ৯৮ জনই মুফাসসির নন। কারণ তাফসীর করার জন্য অনেক ধরনের বিদ্যার প্রয়োজন। সাথে সাথে তাহক্বীক্ব করে তাফসীর করা জরুরী। কারণ তাফসীর গ্রন্থগুলি জাল ও যঈফ হাদীছ এবং বানওয়াট কাহিনী দ্বারা পরিপূর্ণ। এ থেকে সকলের সতর্ক থাকা উচিৎ। কেননা এতে যেমন দ্বীনের ক্ষতি হয়, তেমনি বক্তা ও শ্রোতার পরকাল ধ্বংস হয়।
বইটিতে তাফসীর কি মিথ্যা হতে পারে? এই প্রশ্নের মাধ্যমে মূলতঃ মিথ্যা তাফসীর পেশ করা হয়েছে। এর দ্বারা জনগণকে মিথ্যা তাফসীর সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। কেননা কুরআনের তাফসীর শুনা ও পড়ার নামে ধর্মপ্রাণ মুসলমানগণ মিথ্যা তাফসীর শুনে ও পড়ে, যার পর নেই বিভ্রান্ত হচ্ছে। ফলে ইসলামের আসল রূপ তাদের থেকে বিদায় নিচ্ছে। এহেন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
বইটি ডাউনলোডের জন্য অথবা অনলাইনে পড়ার জন্য নিন্মে  ক্লিক করুন

                                      Mediafire                   Google Drive 

No comments:

Post a Comment