Thursday, April 20, 2017

হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ(علماء المذاهب في تحريف الحديث)

হাদীছ পরিবর্তনে মাযহাবী আলেমগণ

(علماء المذاهب في تحريف الحديث)

(১) শাফাআত : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন شَفَاعَتِى لأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِى আমার শাফাআত হবে আমার উম্মতের কাবীরা গোনাহগারদের জন্য[1]
মুতাযিলা বিদ্বানগণের মতে কাবীরা গোনাহগারগণ চিরস্থায়ী জাহান্নামী। তারা শাফাআতের হকদার নয়। অতএব তারা এ হাদীছে কাবায়ের অর্থ করেছে ছালাওয়াত অর্থাৎ ছালাতসমূহের অধিকারী মুমিনদের জন্যই আমার শাফাআত হবে
কেননা ছালাত ল বড় ইবাদত। যেমন আল্লাহ বলেন, وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ ছালাত নিশ্চই বড় বিষয়, বিনত বান্দাগণের উপরে ব্যতীত (বাক্বারাহ ২/৪৫)[2]

তাবলীগীদের স্বপ্নের ধর্ম চিল্লা প্রথা -(بدعة الأربعين)

তাবলীগীদের স্বপ্নের ধর্ম

চিল্লা প্রথা (بدعة الأربعين)


চল্লিশ দিনের জন্য নিজস্ব খরচে তাবলীগে বের হওয়াকে চিল্লা বলে। চিল্লা হল তাবলীগীদের ভিত্তিমূলক রুকন (الركن الأساسى)যে ব্যক্তি চিল্লায় বের হয়, তাকে তারা মহববত করে,

আহলেহাদীছের পাঁচটি মূলনীতি

আহলেহাদীছের পাঁচটি মূলনীতি

قُلْ هَذِهِ سَبِيْلِيْ أَدْعُوْا إِلَى اللهِ عَلَى بَصِيْرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي 
وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِيْنَ 
বলুন! ইহাই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে, জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই (ইউসুফ ১০৮) 
আহলেহাদীছ অর্থ হাদীছের অনুসারী। পারিভাষিক অর্থে কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী। সকল দিক ছেড়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকেই বলা হয় আহলেহাদীছ আনেদালন। ছাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও সালাফে ছালেহীন সর্বদা এ পথেরই দাওয়াত দিয়ে গেছেন। আহলেহাদীছ তাই প্রচলিত অর্থে কোন ফের্কা বা মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এ পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ অহি-র পথ। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের পথ। এ পথের শেষ ঠিকানা হল জান্নাত। মানুষের ধর্মীয় ও বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়াত এ পথেই মওজুদ রয়েছে। আহলেহাদীছ আন্দোলন সেই জান্নাতী পথেই মানুষকে আহবান জানায়। এ আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন।

Wednesday, April 19, 2017

বই-বুস্তানুল মুহাদ্দিসীন মোহাদ্দীসিনের বাগান

বই-বুস্তানুল মুহাদ্দিসীন মোহাদ্দীসিনের বাগান

লেখকের নামঃ 
শাহ আব্দুল আযীয বিন অলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী।

লেখক পরিচিতিঃ সম্মানিত লেখক ১১৫৯ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং ১২৩৯ হিজরীতে মৃত্যুবরণ করেন। তিনি এমন এক সময় ভারত উপমহাদেশের আকাশে উদিত হন যখন ভারত উপমহাদেশের মুসলমানগণ ইংরেজদের অত্যাচারে অতিষ্ট হয়ে মুক্তির পথ খুজছিল। মহান আল্লাহ হয়তো মুক্তির পথ বাতলে দেয়ার জন্যই এই মহান মানবকে দুনিয়াতে পাঠান। তাইতো তিনিই সাইয়েদ আহমাদ ব্রেলভীকে ইংরেজ বিরোধী আমীর নিযুক্ত করে শাহ ইসমাঈল শহীদকে তার আনুগত্য করার জন্য বলেন। তিনি অল্প বয়সেই পবিত্র কুরআন হিফজ করেন। নিজ পিতা শাহ অলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভীর নিকট থেকে মৌলিক জ্ঞান হাসিল করেন।
সম্পূর্ণ মিশকাতুল মাসাবীহ ও ছহীহ বুখারীর প্রথম থেকে নিয়ে কিতাবুল হজ্জ পর্যন্ত তিনি তার পিতার নিকট পড়েন। এর মধ্যেই তার পিতার মৃত্যু ঘটে তাই তিনি তার পিতার বিশেষ ছাত্রদের নিকট থেকে ইলম হাসিল করতে থাকেন। নিজস্ব স্মৃতি শক্তির দক্ষতা ও পরিশ্রমের বদৌলতে তিনি মাত্র ১৫ বছর বয়সে দারস প্রদানের যোগ্যতা লাভ করেন। ১৫ থেকে নিয়ে ২৫ বছর পর্যন্ত তিনি অত্যন্ত সুন্দর ভাবে দারস দিয়ে আসছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। ২৫ বছর বয়সে তিনি বিভিন্ন রোগে অক্রান্ত হয়ে পড়েন । ঐতিহাসিকগণের মতে প্রায় ১৪ টি রোগে। তাই নিয়মিত দারস প্রদান তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তখন তিনি ফতওয়া লিখা, কিতাব প্রণয়ন এবং সপ্তাহে নির্দিষ্ট দিনে দারস দেওয়া শুরু করেন। তার বিখ্যাত ছাত্রদের অন্যতম হচ্ছেন। তার নিজ ভাই আব্দুল কাদির, আব্দুল গণি ও রফিউদ্দীন এছাড়া তার ভ্রাতুষ্পুত্র শাহ ইসমাঈল (আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন) ।
গ্রন্থাবলীঃ
১. ফাতহুল আযীযঃ কুরআনের তাফসীর। তিনি ফারসীতে লিখেছিলেন। অনেক সুক্ষ্ম ইলমী আলোচনায় ভরপুর ছিল কিতাবটি। ভারত স্বাধীন হওয়ার সময় হিন্দু মুসলিম দাঙ্গায় এর অনেকাংশ হারিয়ে যায়। এখন দুই খন্ড প্রকাশিত রয়েছে।
২. আল ফাতাওয়া ফিল মাসায়িল আল মুশকিলা এটি তার ফাতাওয়া সংকলন।
৩. তুহফা ইছনা আশারিয়া শিয়া ফিরকা ইছনা আশারাদের বিরুদ্ধে লেখা দুনিয়ার বেনজীর বই।
৪. আল উজালা আন নাফিয়া উসুলে হাদীছের উপর লেখা চমৎকার বই।

বুস্তানুল মুহাদ্দিছীন পরিচিতিঃ
নামঃ বুস্তানুল মুহাদ্দিছীন ফি বায়ানি কুতুবিল হাদীছ ওয়া আসহাবিহাল গুররিল মায়ামিন। নামের অর্থঃ হাদীছের কিতাবসমূহ ও তার মহান সম্মানিত লেখকগণের পরিচয়ে লিখিত মুহাদ্দিছগণের বাগান।
বৈশিষ্ট্যঃ
ক. প্রসিদ্ধ প্রায় সকল হাদীছগ্রন্থের পরিচয় বর্ণনা করেছেন।
খ. আলোচিত প্রতিটি হাদীছ গ্রন্থের লেখকগণের পরিচয়ও বর্ণনা করেছেন।
গ. ইলমে হাদীছের প্রতিটি ছাত্র যারা হাদীছ ও মুহাদ্দিছগণ সর্ম্পকে প্রাথমিক ধারণা লাভ করতে চান তাদের দাবী পুরণে বইটি শতভাগ সফল।
ঘ. প্রতিটি বইয়ের পরিচয় দিতে গিয়ে বইয়ে কি আলোচনা করা হয়েছে? কিভাবে বইটি সাজানো হয়েছে ? বইটির কোন তাহকীক বা ব্যাখ্যা আছে কিনা ? সবই বর্ণনা করেছেন।
ঙ. লেখকগণের বিষয়ে আলোচনা করতে গিয়ে তাদের গ্রহণীয় ও অগ্রহণীয় হওয়ার বিষয়ে মুহাদ্দিছগণের মন্তব্য পেশ করেছেন।
চ. কোন বই যদি লেখক থেকে প্রমাণিত না হয় কিন্তু লেখকের নামেই সমাজে প্রসিদ্ধ তাহলে তিনি তা বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন, ‘ইমাম আবু হানীফার নামে প্রচলিত মুসনাদে আবি হানিফা কিতাবটি আবু হানিফা (রহঃ)-এর কিতাব নয়
ছ. বইয়ের মান নির্ণয় করেছেন। তখা বইটি কেমন ? বইয়ের কোথাও ভুল আছে কিনা ? ইত্যাদী বিষয় বর্ণনা করেছেন।
যে সমস্ত বইয়ের উপর আলোচনা রয়েছেঃ চার ইমামের লিখিত কিতাব এবং কুতুবে সিত্তাহ সহ প্রায় ৯০ টি হাদীছ গ্রন্থ ও তার লেখকগণের পরিচয় তুলে ধরা হয়েছে অত্র বইয়ে।
তার বইয়ের প্রতি কিছু অভিযোগঃ ১. তিনি বইটি সুন্দর ভাবে সাজাতে পারেন নি। যে আলোচনাকে যেখানে করা উচিত ছিল সেই ভাবে করতে পারেননি। ২. মুসনাদে আহমাদের উপর কিছু অভিযোগ আরোপ করেছেন। তার কথার সারর্মম হচ্ছে, ‘ ইমাম আহমাদ মুসনাদে আহমাদের জন্য হাদীছ জমা করা শেষ করেছিলেন কিন্তু দ্বিতীয়বার দেখা, যাচাই বাছাই করা এবং সাজানোর সুযোগ পান নি। পরবর্তীতে তার ছেলে বইটি সাজায় এবং তাতে অনেক ভুল করে সিরিয়ানদের হাদীছকে মাদানীদের হাদীছের সাথে সংমিশ্রণ ঘটিয়ে ফেলেন। নাছিরুদ্দীন আলবানী রহঃ এর আয যাবনামে একটি গ্রন্থ রয়েছে যাতে তিনি মুসনাদে আহমাদের উপর করা সকল অভিযোগের জবাব দিয়েছেন।
তার বইয়ের উপর কাজঃ ডঃ মুহাম্মাদ আকরাম নাদভী বইটির ফারসী থেকে আরবীতে অনুবাদ করেছেন। সাথে সাথে বইটিকে সাজানো প্রতিটি হাদীছ ও কুরআনের আয়াতের হাওয়ালা এবং টীকা লাগানোর চেষ্টা করেছেন। শায়খ আবুল হাসান আলী হাসান নাদভী আরবী অনুবাদটির ভূমিকা লিখে দিয়েছেন।
শেষ কথাঃ প্রতিটি কাজের ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক। আমাদের উচিত উপকারিতাকে প্রাধান্য দেয়া। সেই দৃষ্টিকোন থেকে বইটি ইলমে হাদীছের ছাত্রদের জন্য অসাধারণ উপকারী।
ডাউনলোড:

বইয়ের রিভিউ ও লেখকের বর্ণনা : আবদুল্লাহ বিন আবদুর রাযযাক


Tuesday, April 18, 2017

তাফসীর কি মিথ্যা হতে পারে?

তাফসীর কি মিথ্যা হতে পারে?

আব্দুর রাযযাক বিন ইউসুফ
এ দেশের তাফসীর মাহফিলে যারা তাফসীর করছেন, তাদের শতকরা ৯৮ জনই মুফাসসির নন। কারণ তাফসীর করার জন্য অনেক ধরনের বিদ্যার প্রয়োজন। সাথে সাথে তাহক্বীক্ব করে তাফসীর করা জরুরী। কারণ তাফসীর গ্রন্থগুলি জাল ও যঈফ হাদীছ এবং বানওয়াট কাহিনী দ্বারা পরিপূর্ণ। এ থেকে সকলের সতর্ক থাকা উচিৎ। কেননা এতে যেমন দ্বীনের ক্ষতি হয়, তেমনি বক্তা ও শ্রোতার পরকাল ধ্বংস হয়।
বইটিতে তাফসীর কি মিথ্যা হতে পারে? এই প্রশ্নের মাধ্যমে মূলতঃ মিথ্যা তাফসীর পেশ করা হয়েছে। এর দ্বারা জনগণকে মিথ্যা তাফসীর সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। কেননা কুরআনের তাফসীর শুনা ও পড়ার নামে ধর্মপ্রাণ মুসলমানগণ মিথ্যা তাফসীর শুনে ও পড়ে, যার পর নেই বিভ্রান্ত হচ্ছে। ফলে ইসলামের আসল রূপ তাদের থেকে বিদায় নিচ্ছে। এহেন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
বইটি ডাউনলোডের জন্য অথবা অনলাইনে পড়ার জন্য নিন্মে  ক্লিক করুন

                                      Mediafire                   Google Drive 

সুরাহ ফাতিহার তাফসীর

সুরাহ ফাতিহার তাফসীর
মূলঃ
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব
অনুবাদঃ
মোহাম্মদ রকীবুদ্দীন হোসাইন

বইটি ডাউনলোডের জন্য অথবা অনলাইনে পড়ার জন্য এখানে ক্লিক করুন

Monday, April 17, 2017

Sheikh Mishary Rashid Al-Afasy's-মিশারী রশিদ আফাসী কুরআন ডাউনলোড

Sheikh Mishary Rashid Al-Afasy's FULL/COMPLETE Quran recitation,
 in a zipped folder consisting of 
114 surah mp3 files
 (1.7GB)
মিশারী রশিদ আফাসী কুরআন ডাউনলোড করতে

সৌউদ আল সুরাইম কুরআন তেলাওয়াত সূরা-01 থেকে 114 টি সূরা একত্রে ডাউনলোড

Sheikh Sa'ud Ash-Shuraim's FULL/COMPLETE Quran
114 surah mp3 files

সৌউদ আল সুরাইম কুরআন তেলাওয়াত 

সূরা-01 থেকে 114 টি সূরা একত্রে ডাউনলোড করতে 

আলী আল হুযাইফী কুরআন তেলাওয়াত সূরা-01 থেকে 114 টি সূরা একত্রে ডাউনলোড

Sheikh Ali Abdur-Rahman Al-Hudhaifi's FULL/COMPLETE Quran 
114 surah mp3 files

আলী আল হুযাইফী কুরআন তেলাওয়াত

সূরা-01 থেকে 114 টি সূরা একত্রে ডাউনলোড করতে 
এখানে ক্লিক করুন

Ali Al-Huzaifi - Quran Complete Recitation-আলী আল হুযাইফী কুরআন তেলাওয়াত

Abdul-Rahman-Al-Sudais-আব্দুর রহমান আল সুদাইস কুরআন তেলাওয়াত

Abdul-Rahman-Al-Sudais-আব্দুর রহমান আল সুদাইস কুরআন তেলাওয়াত

Saud Al-Shuraim-সৌউদ আল সুরাইম কুরআন তেলাওয়াত শুনুনঃ

Ahmad Al Ajmy

Listen to Quran

Saad Al Ghamdi-

Listen to Quran

Sunday, April 16, 2017

নামায শিক্ষা-NAMAJ SHIKHKA

নামায শিক্ষা-Namaj Shikhka




بسم الله الرحمن الرحيم

অনুবাদকের ভূমিকা
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম তাঁর বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি, যিনি সমগ্র বিশ্বমানবতার নবী, নবীকূলের শিরোমনি সৃষ্টিকুলের রহমত ও কল্যাণের প্রতীক। আমি শায়খ ডঃ আব্দুল্লাহ বিন আহমাদ আলী আযযাইদের সালাত বিষয়ক গ্রন্থ "তালীমুস সালাহ" পাঠান্তে উপলব্ধি করি যে, এটির বঙ্গানুবাদ সর্বসাধারণের জন্য খুবই উপকারী হবে। কেননা বইটিতে নামায বিষয়ক বিধি-বিধান সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। আমার সুহৃদ সাথি সাঈদুর রহমান মোল্লার সৎ পরামর্শে, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজের উপকারের আশায় অনুবাদের কাজ আরম্ভ করি। বইটিকে পরিমার্জি করতে সাইফুল্লাহ ভাই, শফীউল আলম ভাই, মৌলানা আব্দুর রাউফ শামীম ও মৌলানা আমীর আলী প্রমুখ সম্পাদনার কাজে সহযোগিতা করেছেন। যাঁরা আমাকে এ কাজে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে তাদের মঙ্গল কামনা করছি। অনুবাদে লেখকের মূল বক্তব্য যথার্থভাবে প্রকাশের চেষ্টা করেছি। আমি আশা করি এই অনুবাদ বাংলা ভাষা-ভাষীদের নিকট সমাদৃত হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই পুস্তক থেকে উপকৃত হবার তাওফীক দিন। আমীন!

অনুবাদক

পর্দা একটি ইবাদত-Porda Ekti Ebadat

পর্দা একটি ইবাদত-Porda Ekti Ebadat



সূচীপত্র
ক্রম     শিরোনাম
 দুটি কথা
 পর্দা একটি ইবাদত
 কুরআন ও হাদীস থেকে পর্দার দলীলসমূহ
 কুরআন থেকে পর্দার দলীল
 হাদীস থেকে পর্দার দলীল
 কুরআন ও হাদীসে চেহারা আবৃত করার দলীলসমূহ
 অজ্ঞতা না এক গুঁয়েমি?
 পর্দা ও সভ্যতা
 শিক্ষার জন্য, নগ্নতা প্রদর্শনের জন্য নয়
১০ তারা আসলে চায় কী?
১১ পর্দা বিরোধীদের প্রতিবাদ
১২ কতিপয় অমুসলিম দেশে নারী নির্যাতনের একটি পরিসংখ্যান
১৩ অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করুন
১৪ শরঈ পর্দা
১৫ যারা শরঈ পর্দা অবলম্বন করে এবং চেহারা আবৃত করে তাদের প্রতি ঠাট্টা-বিদ্রূপের বিধান


দুটি কথা

ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালবাসা দিবস -Valentine day

ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালবাসা দিবস-VALENTINE DAY



ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালবাসা দিবস-Valentine day
ভালবাসার পরিচয় 

ভালবাসা এক পবিত্র জিনিস যা আল্লাহ রাব্বুল আলামীন এর পক্ষ হতে আমরা পেয়েছি। ভালবাসা শব্দটি ইতিবাচক। আল্লাহ তাআলা সকল ইতিবাচক কর্ম-সম্পাদনকারীকে ভালবাসেন। আল্লাহ তাআলা বলেন,
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
‘‘এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না। তোমরা সৎকর্ম কর, নিশ্চয় আল্লাহ্‌ মুহসিনদের ভালবাসেন।’’(সূরা আল-বাকারা:১৯৫)

Saturday, April 15, 2017

বইঃ আল-লু’লু’ ওয়াল মারজান

বইঃ আল-লু’লু’ ওয়াল মারজান 




বইঃ আল-লুলু ওয়াল মারজান 

সংক্ষিপ্ত বর্ণনাঃ
 ইসলামী শরীআতের অন্যতম উত্স হাদীস। এটিকে সহীহ সনদে ও মতনে সুসংরক্ষিত। এই হাদীসগুলো বিভিন্ন মানের দিক দিয়ে সর্বাধিক উত্তম হলো মুত্তাফাকুন আলাইহি। যেসব হাদীস একই সাথে ইমাম বুখারী (রহ.) ও ইমাম মুসলিম (রহ.) স্বীয় গ্রন্থে সংকলন করেছেন। এসব হাদীস উভয় ইমাম সহীহ বলে একমত পোষণ করেছেন সেই সাথে গুরুত্বপূর্ণ মনে করে স্বীয় হাদীস গ্রন্থে সংকলন করেছেন। এই হাদীসগুলো বেছে বেছে সংকলন করেছেন আল্লামা ফুয়াদ আল বাকী (রহ)। এই সংকলেনর নাম করণ করেছেন আল লূলু ওয়াল মারজান এটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। এটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

হাদীস গ্রন্থটি হাক্ব পিয়াসীদের জন্য এক অনন্য সংকলন। বইটির এই হাদীসগুলোকে বিষয়ভিত্তিক সাজিয়ে তাকে আরো সুন্দর করা হয়েছে। সাবলীল ভাষায় অনুবাদকৃত এই সংকলনটি আমাদের সবার ঘরে (হার্ডকপি) থাকার মতো কিতাব। আল্লাহ আমাদের তা কেনার সেই সাথে তা অন্যকে কিনতে উত্সাহিত করা তাওফিক দিন।

বইটির অনন্য বৈশিষ্ট্য :

মুত্তাফাকুন আলাইহির সংকলন এই প্রথম বাংলা ভাষায় প্রকাশকৃত।
বইটিতে বুখারী ও মুসলিমের হাদীসগুলো সংকলন করা হয়েছে।
বুখারীর নম্বর নেয়া হয়েছে ফাতহুল বারীর থেকে।
মুসলিমের নম্বর নেয়া হয়েছে ফুয়াদ আল বাকী নম্বর থেকে।
অধ্যায় নম্বর সাজানো হয়েছে ইমাম নববী (রহ) কৃত মুসলিম অধ্যায়ের ক্রম অনুযায়ী
হাদীসগুলো বিষয় বুঝার জন্য সুন্দরভাবে ও বিস্তারিত সূচিপত্র যুক্ত করা হয়েছে।
সহজ ও সরলভাবে অনুবাদ করা হয়েছে। সেই সাথে সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত।
নিচে টীকায় উভয় গ্রন্থের পর্ব, অধ্যায় ও হাদীস নম্বর যুক্ত করা হয়েছে।
বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

বইঃ আল-লু’লু’ ওয়াল মারজান(৩৯.৩ মেগাবাইট)ডাউনলোড




বিশেষ দ্রষ্টব্য:
 পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।


বইঃ সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ্-১ম খন্ড-২য় খন্ড

বইঃ সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ্-

১ম খন্ড-২য় খন্ড

বইঃ সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ্ 

যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর রচিত সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ-এর সকল হাদীসের পূর্ণাঙ্গ মতনের সংকলন এই বই। সিলসিলাতুল সহীহাহ-এর সূচিপত্রে অধ্যায়গুলো যেভাবে সাজিয়েছেন এখানেও সেভাবে সাজানো হয়েছে। ইলমে হাদীসের অনভিজ্ঞদের জন্য তা পাঠ করা ও চিন্তুা-গবেষণা সহজ করার জন্য দীর্ঘ তাখরীজ বিবর্জিত শুধু হাদীসগুলোর মতন এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদীসগুলো তাজরীদ করেছেন আবূ উবাইদাহ মাশহুর ইবনু হাসান আল সালমান। এটি একটি উপকারী কিতাব। এটি প্রকাশ করেছ আতিফা পাবলিকেশন্স।

গ্রন্থটি যে পদ্ধতিতে তাজরীদ করা হয়েছে তার সংক্ষিপ্ত রূপ:

হাদীসের বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে এবং পাওয়া যাওয়ার শর্তে হাদীস বর্ণনার কারণও উল্লেখ করা হয়েছে।
শুধু হাদীসের মতন উল্লেখ করা হয়েছে। সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ-এর মধ্যে কোথায হাদীসটি রয়েছে তাও উল্লেখ করা হয়েছে।
একাধিকবার উল্লেখিত হাদীসগুলোর দুইভাবে সাজানো হয়েছে। মিল থাকলে শুধু নম্বর উল্লেখ করা হয়েছে। আর একটু পার্থক্যও থাকলে তা উল্লেখ করা হয়েছে।
দ্বিরুক্তিকৃত হাদীসগুলো যথাযাথ বহাল রাখা হয়েছে।
হাদীসের অন্যান্য মুহাদ্দিস গণের তাহক্বীকও উল্লেখ করা হয়েছে। তবে শাইখ আলবানী (রহ)-এর মতামতের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
শাইখ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর সর্বশেষ তাহক্বীকটি বর্ণনা করা হয়েছে। যেক্ষেত্রে শেষ রায়টি জানা যায়নি সেটা বর্ণনা করা হয়েছে।
সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ-এর প্রথম সংস্করণ হতে শাইখ যেসব হাদীস বিলোপ করেছেন তাজরীদ কারকও তা বিলোপ করেছেন।
অনুবাদ কৃত হাদীসগ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য: 
এটির অনুবাদ করেছেন হাফেয মুফতি মোবারক সালমান এটি প্রকাশ করেছেন আতিফা পাবলিকেশন্স।

অনুবাদকৃত করতে গিয়ে কোন হাদীস বাদ দেয়া হয়নি।
সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা হয়েছে।
সাধারণদের কথা চিন্তা করে পুরো হাদীস বর্ণনা করা হয়েছে।
তাজরীদকারক হচ্ছেন, শাইখের যোগ্যতম উত্তরসূরী। সুতরাং পুস্তকটি শাইখ আলবানী (রহ)-এর সর্বশেষ রায়ের অনুলিপী।
মূলত: বিক্ষিপ্ত হাধীসগুলো তাজরীদকারক একত্রিত করেছেন বিধায় মূল সহীহার সাথে এর ক্রমিক না মিললেও হাদীসের শেষে আস-সহীহাহ লিখে নম্বর উল্লেখ করা হয়েছে যাতে করে সম্মানিত পাঠকগণ সহজেই বুঝতে পারেন যে, মুল সহীহার হাদীস নম্বর কত।
রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে অধিকাংশ সময় এদেশীয় কিতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়েছে।

সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ্-১ম খন্ড (১৪.৭৩ মেগাবাইট)ডাউনলোড
সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ্-২য় খন্ড (১৪.৩৭ মেগাবাইট)ডাউনলোড

বিশেষ দ্রষ্টব্য: 
পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।

বইটি পাবার তালিকা:

১. আতিফা পাবলিকেশন্স ৩৪, নর্থ-ব্রুক হল রোড (দ্বিতীয় তলা), (জুবিলী স্কুল এন্ড কলেজের বিপরীত পার্শ্বে) বাংলাবাজার, ঢাকা।
২. হুসাইন আল মাদানী প্রকাশনী, ৩৮, বংশাল নতুন  রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫। মোবাইল: ০১৯১১৭২৫৯২০।
৩. সালাফী পাবলিকেশন্স ৪৫, কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার,ঢাকা। মোবাইল: ০১৯১৩৩৭৬৯২৭।
৪. ওয়াহীদীয়া ইসলামী লাইব্রেরী, রাণীবাজার ( মাদরাসা মার্কেটের সামনে ), রাজশাহী, মোবাইল : ০১৯২২৫৮৯৬৪৫
৫. পৃথিবী বুক স্টল, ( স্টেশন মেইন গেটের সামনে ), স্টেশন রোড, দিনাজপুর।
৬. হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।
৭. E.C.S লাইব্রেরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০ প্রভৃতি।
৮. কলকাতার একমাত্র পরিবেশক: হাতেম বুক ডিপো, বালুপুর, সুজাপুর, মালদহ। মোবাইল: ৮৯৭২০৬৮৬৮৯, ৭৭৯৭৮৭২৯২১।


Thursday, April 13, 2017

Wednesday, April 12, 2017

কুর’আনের অর্থ না বুঝার কারণে আপনি প্রতিদিন যে ১০টি জিনিস হারাচ্ছেন!

কুরআনের অর্থ না বুঝার কারণে আপনি প্রতিদিন যে ১০টি জিনিস হারাচ্ছেন!



 কুরআনের অর্থ না বুঝার কারণে আপনি প্রতিদিন যে ১০টি জিনিস হারাচ্ছেন!

১-কুরআন নাযিলের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছেন !

আপনি যদি কুরআনের অর্থ না বুঝেই কেবল উচ্চারণ করে পড়তে থাকেন, তাহলে কুরআন নাযিলের মূল উদ্দেশ্য হারিয়ে যাবে। আল্লাহ বলেন,

এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। [সূরা সাদ ২৯]

কিভাবে এই উদ্দেশ্য আমাদের দ্বারা বাস্তবায়িত হবে যদি আমরা কুরআন কি বলছে তা বুঝতে না পারি!
কোন ব্যক্তির পক্ষে কি সর্বদা অনুবাদ বহন করা সম্ভব, কিংবা সালাতে যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন কি আমাদের পক্ষে কুরআনের অনুবাদ বহন করা সম্ভব?

আপনার জিজ্ঞাসা প্রশ্নঃকুরআন কারীমে যে অলী আওলীয়ার কথা আছে,এই অলী কারা,বাংলাদেশে যে মাযারে যাচ্ছে তারা না কি আল্লাহর অলী??Sheikh Rafiqul Islam Madani

আপনার জিজ্ঞাসা প্রশ্নঃআছরের নামাযের আগে যে চার রাকাত সুন্নত তা দুই রাকাত করে পড়বো, না চার রাকাত পড়ে সালাম ফিরাব?Sheikh Rafiqul Islam Madani

Tuesday, April 11, 2017

শার‘ঈ মানদণ্ডে তাবীয-কবচ এবং ঝাড়-ফুঁক

শার‘ঈ মানদণ্ডে তাবীয-কবচ এবং ঝাড়-ফুঁক



শারঈ মানদণ্ডে তাবীয-কবচ এবং ঝাড়-ফুঁক

সমস্ত প্রশংসা মহান আল্লাহ্‌র জন্য। ছালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর উপর।
যে ব্যক্তি আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল ও ভরসা করে না, তার ঈমান নেই। মহান আল্লাহ বলেন,
﴿وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٢٣ ﴾ [المائ‍دة: ٢٣] 
    আর তোমরা আল্লাহর উপরই ভরসা কর- যদি তোমরা মুমিন হয়ে থাক (আল-মায়েদাহ, ২৩)। 
তিনি অন্যত্র বলেন,
﴿ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَإِذَا تُلِيَتۡ عَلَيۡهِمۡ ءَايَٰتُهُۥ زَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ٢ ﴾ [الانفال: ٢] 
যারা মুমিন, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সেই আয়াতসমূহ তাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে (আল-আনফাল ৩)।