শব্দে শব্দে হিসনুল মুসলিম
দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো দিবা-রাত্রীর
দুআ। দু’আর অনেক বইয়ের মধ্যে সাঈদ ইবনে আলী
আল-কাহতানী (রহ)-এর রচিত হিসনুল মুসলিম বইটি বেশ প্রাণিধানযোগ্য। বইটি বিভিন্ন
ভাষায় প্রকাশ হয়েছে। বইটিতে নিত্যপ্রয়োজনীয় দুআগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এই
বইটি বাংলায় অনুবাদ করেছেন মো: এনামুল হক। এবং বইটি শব্দার্থসহ প্রকাশ করেছে পিস
পাবলিকেশন,
ঢাকা।
বইটির অন্যতম বৈশিষ্ট্য:
·
কুরআন সুন্নাহর আলোকে দৈনন্দিন যিকর ও দু্’আর সমাহার
·
দুআগুলোর তথ্যসূত্র কুরআন ও হাদীস থেকে নেয়া হয়েছে। এবং পাশাপাশি
এগুলোর ইবারাত উল্লেখ করা হয়েছে।
·
দুআগুলোর হাদীসসমূহের তাহক্কীক নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহকীক
থেকে নেয়া হয়েছে।
·
দুআগুলোর আরবী ইবারাতের শব্দগুলোর অর্থ দেয়া হয়েছে। যা আরবী শিখতে
সহায়ক হবে বলে মনে করি।
·
আরবী দুআর পাশাপাশি বাংলা উচ্চারণও দেয়া হয়েছে।
এক নজরে বইটি :
শব্দে শব্দে হিসনুল মুসলিম
২৪ ঘন্টার যিকির ও দু’আ
মূল: সাঈদ ইবনে আলী আল-কাহতানী
তাহক্বীক: শায়খ নাসিরুদ্দীন আলবানী
অনুবাদ: মো: এনামুল হক, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
সম্পাদনায়: মো: রকীবুদ্দীন হুসাইন
পৃষ্ঠা: ৪৪৫
সাইজ: ৫ মেগাবাইট
ডাউনলোড
No comments:
Post a Comment